‘বার্সায় ফেরার ধারকাছেও নেই মেসি’
চলতি মৌসুমে জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। পিএসজির সঙ্গে নতুন করে চুক্তিতে যাবেন না এই আর্জেন্টাইন এমনটি বলছে একাধিক সংবাদ মাধ্যাম। মেসি পিএসজি ছাড়লে কোথায় যাবেন, এটা এখন ফুটবল দুনিয়ার বড় আলোচনা।
বেশ কিছু দিন থেকেই গুঞ্জন ফরাসি ক্লাব ছাড়লে মেসির সম্ভাব্য সেরা গন্তব্য তাঁর পুরোনো ক্লাব বার্সেলোনা। যেখানে মেসির ‘মেসি’ হয়ে ওঠা। পিএসজিতে যাওয়ার সময়ই মেসি বলেছিলেন, তিনি আবার বার্সায় ফিরবেন।
ফ্রান্সে দুই বছরের চুক্তির শেষ দিকে এসে পিএসজির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে মেসিকে আবার দলে টানার ব্যাপারে আশাবাদী কাতালুনিয়ান ক্লাবটি। কিন্তু বাস্তবিক নানা কারণে বার্সেলোনায় ফেরাটা তাঁর জন্য সহজ নয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক সিজার লুই মারলো বলছেন এমন কথা।তার মতে, ফেরার ব্যাপারে বার্সেলোনার ধারকাছেও নাকি এ মুহূর্তে নেই আর্জেন্টাইন অধিনায়ক।
মারলো এক টুইটে লিখেছেন, ‘মেসি বার্সেলোনায় ফেরার ধারকাছেও এখন নেই। যদিও লা লিগা কর্তৃপক্ষ তাঁকে ফেরানোর উপযোগিতার পরিকল্পনা অনুমোদন করেছে। মেসিও বার্সেলোনায় ফিরতে আগ্রহী। এখনো তাঁকে ফেরানোর ব্যাপারে অনেক কিছু করা বাকি। সৌদি আরবের ক্লাব আল–হিলাল ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির প্রস্তাব তো রয়েছেই।’