আর্কাইভ থেকে ক্রিকেট

তাড়াহুড়ো করে বিশ্বকাপ দলের সিদ্ধান্ত নেওয়া হবে না: নান্নু

চলতি বছর ভারতে মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ওয়ানডে বিশ্বকাপ। তবে বিশ্বকাপ শুরু হতে এখনো মাস চারেক বাকি আছে। আর বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশ দল তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশেষ করে সাত নম্বর পজিশনের জন্য কে জায়গা পাবেন তা নিয়ে আলোচনার কমতি নেই।

তবে তাড়াহুড়ো করে বিশ্বকাপ দলের সিদ্ধান্ত নেওয়া হবে না। সামনের সিরিজগুলো দেখেই টাইগারদের জন্য বিশ্বকাপ দল করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আজ  শুক্রবার (১৯ মে) গণমাধ্যমে নান্নু জানান, ‘তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য।’

এর আগে বিশ্বকাপ দল নির্বাচনের জন্য ২৪ জন ক্রিকেটারের নাম দিয়ে একটি পুল তৈরি করা হয়েছিল। সেই প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক জানান, ‘আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেওয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তার কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি।’

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন