চোটের কারণে মৌসুম শেষ মার্টিনেল্লির
ব্রাইটের বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়ার কারণে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না গ্যাব্রিয়েল মার্টিনেল্লির। আর্সেনাল কোচ মিকেল আর্তেতা নিশ্চিত করেছেন এ তথ্য।
প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটের বিপক্ষে ৩ -০ গোলে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে আর্সেনাল। ঐ ম্যচে ২০ মিনিটের মাথায় ট্যকেলের শিকার হয়ে মাঠ ছাড়েন মার্টিনেল্লি। ঐ ইনজুরির কারণে চলতি মৌসুমে আর মাঠে নামার সুযোগ হচ্ছে না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
এদিকে চোটের কারণে বাইরে আছেন গানারদের আরেক ফুটবলার অলেক্সান্ডার জিনচেঙ্কোকে। তিনিও এই মৌসুমে আর মাঠে ফিরতে পারবেন না।
শুক্রবার আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানান, " তাঁরা দুজনই ( জিনচেঙ্কোকে, মার্টিনেল্লি) বাকি মৌসুমের জন্য বাইরে থাকবেন। গাবির (মার্টিনেলি) চোট বেশ বাজে , আগামী সপ্তাহে আমারা জানতে পারবো যে সে কতদিন মাঠের বাইরে থাকবে। "
মৌসুমের অধিকাংশ সময় ইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনাল শেষ সময়ে এসে পা পিছলে ফেলে। এই মৌসুমে আর দুই ম্যাচ বাকি আছে উত্তর লন্ডনের ক্লাবটির। শনিবার আর্সেনাল মাঠে নামবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে।