আর্কাইভ থেকে শিক্ষা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অস্থায়ী ক্যাম্পাসে যাত্রা শুরু

অস্থায়ী ক্যাম্পাসে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন হতে যাচ্ছে। শনিবার (২০ মে) আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের।

এদিন সকাল ১০টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নাছিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শিল্পকলা একাডেমির বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম উদ্বোধন পর দুপুর ২টায় চাঁদপুর শহরের খলিসাডুলি ওয়াপদা গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে যাবেন মন্ত্রী। সেখানে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনের ফলক উন্মোচন করবেন তিনি। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন