২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কিনা জানালেন আর্জেন্টিনার ফুটবলপ্রধান
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দের রেশ কাটতে না কাটতেই আরেকটি বিশ্বকাপের তোড়জোড় শুরু করে দিয়েছে ফিফা।
ইতোমধ্যে উন্মোচন করা হয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনের ২০২৬ বিশ্বকাপের লোগো। একই দিনে এই বিশ্বকাপে মেসি খেলবেন কিনা সেই ভাবনার কথা জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া।
২০২৬ সালে মেসির বয়স হয়ে যাবে ৩৮ বছর। সেই বয়সেও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন কি না, এই প্রশ্নটা এখন ঘুরছে কোটি মেসি ভক্তদের মনে। তবে আর্জেন্টিনার পত্রিকা ওলেকে তাপিয়া ওলেকে জানিয়েছেন, ‘আমি সব সময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আনন্দিত ও গর্বিত।’
তাপিয়া আরও বলেন, ‘অনেক বাজে সময়ও গেছে তাঁর, যেগুলো সত্যিই তাঁর মতো একজনের জন্য ঠিক ছিল না। আমি মনে করি, বিশ্বকাপে আমরা সেরা মেসিকে পেয়েছি। প্রতিটি ম্যাচে সে উন্নতি করেছে। সে এমন একটা বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যে সময়ে অনেকেই বলে, “তোমার সময় শেষ।”’
মেসিকে নিয়ে এরপর এএফএর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান, ‘আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। (তাকে নিয়ে আরও শিরোপা) জিতব, এটাই তো সবার চাওয়া।’