আর্কাইভ থেকে ফুটবল

বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে আর্জেন্টিনা

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজক দেশ আর্জেন্টিনা। ঘরের মাঠে টুর্নামেন্টির প্রথম দিনেই মাঠে নামবে আর্জেন্টিনার যুবারা। শনিবার (২০ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শুরু হবে ম্যাচটি।

এস্তাদিও ইউনিকো স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ উজবেকিস্তান। শুধু স্বাগতিকরা  না, প্রথম দিন মাঠে নামবে আরও ৬টি দল। রাত গুয়েতামালা নামবে নিউজিল্যান্ডের বিপক্ষে, আরেক ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও ইকুয়েডর। আর ফিজির প্রতিপক্ষ স্লোভাকিয়া।

৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। এশিয়া থেকে সুযোগ পেয়েছে ইরাক, জাপান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। সর্বোচ্চ ৫টি করে দল আছে কনমেবল ও উয়েফা অঞ্চল থেকে।

দক্ষিণ আমরেরিকা থেকে আর্জেন্টিনা ছাড়াও সুযোগ পেয়েছে ব্রাজিল। এই অঞ্চলের অন্য দলগুলো হলো- কলম্বিয়া, ইকুয়েডর ও উরুগুয়ে। উয়েফা অঞ্চলের ৫টি দল হলো- ইংল্যান্ড, ফ্রান্স, ইসরায়েল, ইতালি ও স্লোভাকিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন