জি ৭ সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি ৭ সম্মেলনে যোগ দিতে শনিবার বিকেলে একটি ফরাসি বিমানে জাপানের হিরোশিমা শহরে পৌঁছবেন। একটি কূটনৈতিক সূত্র এএফপিকে এ কথা জানায়।
সূত্রটি জানায়, জেলেনস্কি জি ৭ সম্মেলনের সাইডলাইনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে আলোচনা করবেন, এছাড়া তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আলাদা বৈঠক করবেন।
জেদ্দায় আরব লিগের সম্মেলনে যোগ দিয়ে এখন জেলেনস্কি হিরোশিমায় আসছেন।
হিরোশিমায় আজ শুরু হয়েছে আরও একটি ব্যস্ত দিন। শুক্রবার জি-৭ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের আলোচনার বড় অংশজুড়ে ছিল ইউক্রেনের পরিস্থিতি ও রাশিয়াকে মোকাবিলার প্রসঙ্গ। উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপ তৈরি করতে এখন নেতারা মঞ্চে নিয়ে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে।
জি-৭ জোট মনে করে, সেসব দেশ নিষেধাজ্ঞা মেনে না চলায় রাশিয়ার পক্ষে তা এড়িয়ে যাওয়াই কেবল সম্ভব হচ্ছে না, রাশিয়া একই সঙ্গে এর ফলে লাভবানও হচ্ছে। ফলে গ্লোবাল সাউথ নামে নতুন করে সংজ্ঞায়িত সেসব দেশকে কীভাবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে রাজি করানো যায়, পশ্চিম তা নিয়ে শুরু থেকেই ভেবে আসছে।