‘ফিফার সাহায্যে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে ’
ফিফার সহায়তায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপে আলবিসেলেস্তারা যে পেনাল্টিগুলো পেয়েছে সেগুলোর মধ্যে চারটি ছিল একেবারেই অযৌক্তিক। মেসির জনপ্রিয়তার জন্য ফিফা মেসিকে বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছে। এমনটি মন্তব্য করেছেন সাবেক উরুগুইয়ান তারকা ডিয়াগো লুজানো।
৩ যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে এখনো সমালোচনা থামছে না।
বিশ্বকাপ চলাকালীন সময়েই ফিফা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে চায় কিনা এমন প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপ জয়ের পরও তা থেমে ছিল না। ফিফা মেসিদের বিশ্বকাপটা এবার উপহার দিয়েছে, এমন প্রশ্ন তুলেছিলেন বিভিন্ন ফুটবলার কিংবা ফুটবল বিশ্লেষক। এবার সেই তালিকায় যুক্ত হলেন ৪২ বছর বয়সী সাবেক এই উরুগুইয়ান ডিফেন্ডার।
উরুগুয়ের রেডিও কার্ভেকে দেওয়া এক সাক্ষাৎকারে লুজানো জানিয়েছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচেও একটি পেনাল্টি পেয়েছিল। যেখানে দেখা যায়, ডি মারিয়া পরিষ্কারভাবেই ডাইভ দিয়েছিলেন। প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে তার কোনো স্পর্শও লাগেনি। কিন্তু তারপরও রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানিয়েছিলেন।
“কোনো সন্দেহ নেই যে ফিফা মেসিকে বিশ্বকাপ জয় করতে সাহযোগিতা করেছে। অবশ্যই বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনার যোগ্যতা ছিল। কিন্তু ৫টি পেনাল্টি, যার মধ্যে চারটি ছিল অযৌক্তিক। এটাই ছিল বাস্তবতা।”
লিজানো আরও মনে করেন এটি মেসির কৃতিত্বের প্রাপ্য, যাকে সারা বিশ্ব চেনে। মেসির বিশ্বে অনেক জনপ্রিয়তা, আর তাতেই প্রভাবিত হয়েছে ফিফা।
“আপনি দেখে থাকবেন যে, মাইক টাইসনের গায়ে, টাইগার উডসের গায়ে, রজার ফেদেরারের গায়ে মেসির জার্সি। আপনি কি মনে করেন যে ফিফা এগুলো দেখে না এবং তাদের জন্য কাজ করে না? তবে হ্যাঁ, এটা অবশ্যই মেসি এবং আর্জেন্টিনার কৃতিত্ব যারা এর থেকে সুবিধা নিতে পারে।”
কাতার বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে আর্জেন্টিনা ৫টি পেনাল্টি পায়। যার মধ্যে তিনটিই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে। কাতার বিশ্বকাপে এত পেনাল্টি পায়নি আর কোনো দল। শুধু কাতার বিশ্বকাপ নয়, বিশ্বকাপের ইতিহাসেই আর্জেন্টিনার এইবারের সমান পেনাল্টি পায়নি কোনো দেশ।