আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫, শনাক্ত ২৯১

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১০ জনে।

এই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯১ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হলো ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।

২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ১০ লাখ ২০ হাজার ৮৫৭ জনে।

নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৮ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।

করোনায় মৃত পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব দুইজন ও সত্তরোর্ধ্ব দুইজন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
 
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন