আর্কাইভ থেকে দুর্ঘটনা

১৫ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শনিবার (২০ মে) রাত ৮টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে গণমাধ্যমে জানান ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ।

তিনি জানান, শ্রীমঙ্গল লাইন ক্লিয়ার। ৭১৯ পাহাড়িকা এক্সপ্রেস সিলেট পৌঁছানোর পর ৭২৪ উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে আসবে। ৭৩৯ উপবন এক্সপ্রেস ঢাকা থেকে ও ৭৪০ উপবন এক্সপ্রেস সিলেট থেকে চলাচল করবে।

প্রসঙ্গত, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেললাইনে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ তিনটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এরপর বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন