আর্কাইভ থেকে বাংলাদেশ

নালায় নিখোঁজ শিশু কামালের খোঁজে আবারো অভিযান

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় নালা থেকে খেলনা তুলতে গিয়ে নিখোঁজ  কামাল (১০) নামের শিশুটির এখনও খোঁজ পাওয়া যায়নি। কামালের খোঁজে  উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি টিম। 
 
আজ বুধবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, আমাদের উদ্ধার অভিযান চলছে। আজ আমরা ষোলশহর ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছি। এখনতো লাশ ভেসে ওঠার অপেক্ষা ছাড়া কোন আশা দেখছি না। কারণ মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তল্লাশি চালিয়েছি, কোথাও পায়নি। এখন খাল-নালাগুলো দেখতেছি কোথাও ভেসে ওঠে কি না।

তিনি বলেন, পানিতে কেউ পরলে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ভেসে ওঠে। তাই ধারণা করছি ভেসে উঠবে বা ভেসে উঠে ময়লায় কোথাও আটকে আছে। আমাদের ডুবুরি দল, রেসকিউ টিম ও বায়েজিদ ফায়ার স্টেশনের সদস্যরা কামালের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। কামালের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

উল্লেখ্য, সোমবার বিকেল ৪টার দিকে নালা থেকে খেলনা তুলতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হয়ে যায় কামাল। সোমবার পড়ে গেলেও পরিবার থেকে বিষয়টি মঙ্গলবার  ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। এরপর গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস।

প্রসঙ্গক্রমে, গেল ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাদামতলী এলাকায় নালায় পড়ে মারা যান সেহরিন মাহমুদ সাদিয়া নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এর আগে, গত ২৫ আগস্ট ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে মুরাদপুর এলাকায় নালায় পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী। যার খোঁজ এখনো পাওয়া যায়নি। 

এ বছরের ৩০ জুনও ষোলশহর চশমা হিল এলাকায় খালে পড়ে যায় একটি অটোরিকশা। স্রোত থাকায় খালে তলিয়ে মারা যান চালক সুলতান (৩৫) ও খাদিজা বেগম (৬৫)।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন