ইসির হাতেই আছে নির্বাচনকালীন ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা
নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা আগের মত ইসির হাতেই আছে। বলেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
রোববার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের পর ফলাফলের গেজেট প্রকাশের পরও ভোটে অনিয়ম হয়েছে এমন তথ্য পেলে গেজেট স্থগিত করার এবং তদন্ত করে অনিয়ম পেলে নির্বাচন বাতিল করার ক্ষমতা চেয়েছিল ইসি। তবে গণপ্রতিনিধিত্ব আদেশে মন্ত্রীপরিষদ সম্ভবত পুরো আসন বা নির্বাচনী এলাকা বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্র বাতিল করার সুযোগ রেখেছে। কিন্তু নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা ইসির আগের মতোই আছে।
তিনি আরও বলেন, গাইবান্ধার মতো পুরো আসনের ভোট বন্ধ করার সুযোগ এখনো আছে। ৯১’এ এর ক্ষমতাবলে গাইবান্ধার ভোট বন্ধ করা হয়েছিলো। ইসির চাহিদা অনুযায়ী সব না পেলেও কিছুটা হয়েছে, সেক্ষেত্রে ইসির ক্ষমতা বেড়েছে। ইসি যা চেয়েছে তা পেলে অপরাধীরা সতর্ক হতো।
রাশেদা সুলতানা বলেন, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনরকম পক্ষপাতিত্বের সুযোগ নেই। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন।