আর্কাইভ থেকে জাতীয়

দেশে অস্বাভাবিক ভাবে বাড়ছে মসলার দাম

দেশে অস্বাভাবিক ভাবে বাড়ছে মসলার দাম। একমাসের ব্যবধানে পেয়াজের দাম বেড়েছে দুই গুন। দাম বাড়ার প্রতিযোগিতায় পিছিয়ে নেই জিরা, এলাচ, গোল মরিচ, লবঙ্গের মতো বিভিন্ন মসলা।

প্রতি কেজিতে আদার দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা।  এছাড়া এক কেজি জিরার দাম গড়ে চারশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে ৮শ থেকে ৯শ টাকায়।

কয়েকজন ব্যবসায়ী বলেছেন, ডলারের দাম এবং আন্তর্জাতিক বাজারে মসলার দাম বেড়ে যাওয়ায়, বেশী দামে কিনতে হচ্ছ।  আর পেয়াজ ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেয়াজ আমদানি বন্ধ থাকায় দাম বেড়েছে।

মসলার বাজারে, দাম বাড়ার এমন উর্ধগতির কারনে, বিব্রত খোদ ব্যবসায়ীরাও।  জিরার দাম দ্বিগুন হওয়ায়, প্রয়োজনের তুলনায় কম কিনছেন, অনেক ক্রেতা।

রাজধানীতে মসলার সবচেয়ে বড় বাজার, মৌলভী বাজারের ব্যবসায়ীরা বলছেন, মসলার দাম আর বাড়ানোর সম্ভাবনা নেই।

ক্রেতারা বলছেন, সরকারীভাবে সঠিক নজরদারির করলে, মসলার দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন