আর্কাইভ থেকে আইন-বিচার

বিএনপিপন্থী আইনজীবীদের পক্ষে লড়লেন ব্যারিস্টার আমীর

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা-ভাঙচুর ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিএনপিপন্থি শীর্ষ আইনজীবীদের জামিনের পক্ষে উচ্চ আদালতে দাঁড়িয়েছেন সংবিধানের অন্যতম প্রণেতা ও আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।

রোববার (২১ মে) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে বিএনপি নেতাদের জামিন শুনানি হয়। শুনানি শেষে বেঞ্চ সবাইকে জামিন দেন। জামিন শুনানিতে আরও অংশ নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

উল্লেখ্য, গেলো মঙ্গলবার (১৬ মে) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে রাজধানীর শাহবাগ থানায় আইনজীবী সমিতির সহকারী সুপারিনটেনডেন্ট মো. রফিকউল্লাহ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের পাশাপাশি এক নারী আইনজীবীকে হেনস্থা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন