ফ্রান্সে গাড়িতে গুলি করে ৩ জনকে হত্যা
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মার্সেই নগরীতে একটি গাড়িতে গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছে। গাড়িটিতে মোট ৫ জন আরোহী ছিলেন। নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা করা হয়।
সোমবার (২২ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে কেউ ধরা পড়েনি।
মাদক ব্যবসার সঙ্গে এই হামলার যোগসূত্র আছে বলে মনে করছে পুলিশ। এ নিয়ে এবছর মার্সেই নগরীতে মাদক-সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
সর্বশেষ এই ঘটনাটি ঘটল ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম নগরীর আবাসিক এলাকায়। তাদের সবার বয়স ছিল ২০ এর কোঠায়। নাইটক্লাব থেকে বেরোনোর পরপরই তাদের ওপর গুলিবর্ষণ হয়।
তদন্তকারীরা ফরাসি সংবাদ মাধ্যমকে বলেছেন, গাড়িতে থাকা ৫ জনকেই পুলিশ চেনে। তারা এমন একটি হাউজিং এস্টেটে বাস করে যেখানে মাদক অপরাধ হয়ে থাকে বেশি।
হামলায় জড়িতদের খুঁজে বের করতে এবং হামলার ঘটনার নেপথ্যে থাকা মাদক চোরাকারবারি চক্রকে ধ্বংস করতে মাঠে নেমেছে পুরো পুলিশ বাহিনী।