২৫ মে গাজীপুরে সাধারণ ছুটি ঘোষণা
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক এ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমত উল্লাহ খান। এ নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।