শাটল ট্রেনের শিডিউল বিপর্যয়, ১৫ মিনিট পর শুরু ভর্তি পরীক্ষা
যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। বিপর্যয়ের কারণে সকালের শিফটের ভর্তি পরীক্ষা ১৫ মিনিট পরে শুরু হবে। জানিয়েছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
সোমবার (২২ মে) চবির ভর্তি পরীক্ষার জন্য সকাল ৮টা ১৫ মিনিটের শাটল-১ ট্রেন সকাল ৯টা ১৫ মিনিটে ক্যান্টনমেন্ট স্টেশনে এসে ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেটি ৯টা ৪২ মিনিটে এ যাত্রা শুরু করে ১০টা ৮ এ ক্যাম্পাসে এসে পৌঁছায়।
ষোলশহর রেলস্টেশনের স্টেশন মাস্টার ফখরুল আলম পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বালুচরা ক্যান্টনমেন্ট এলাকায় সকালের প্রথম শাটলের ইঞ্জিন বিকল হয়ে যায়। সেটি ঠিক করার পর ট্রেনটি ১০টা ৮ মিনিটে ক্যাম্পাসে গিয়ে পৌঁছায়।
চবির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘শাটলের সমস্যার কারণে পরীক্ষা ১১টার জায়গায় ১১টা ১৫তে শুরু হবে, ১২টা ১৫তে শেষ হবে।’