আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টিনার এশিয়া সফরের সূচি প্রকাশ

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরা আর্জেন্টিনা আগামী জুন মাসের ফিফা উইন্ডোতে এশিয়া সফরে আসছে।  আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল।

সোমবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটবার্তায় অলবিসেলেস্তাদের এশিয়া সফরসূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী ১৫ ও ১৯ জুন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটি।

কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বশেষ ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রেখেছে ল্যাতিন আমেরিকার দেশিটি। পানামার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর কুরাসাওকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। এবার জুনে এশিয়া ট্যুরে আসছে মেসির আর্জেন্টিনা।

আগামী ১৫ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় এই দুই দল মুখোমুখি হয়েছিল। যেখানে ২-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর আগামী ১৯ জুন সফরের দ্বিতীয় তথা সবশেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে মেসি-আলভারেজরা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন