প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ
শাকিল আহম্মেদ, বিএনপির নেতা আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা`কে হত্যার হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির নির্দেশনায় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা গাজীর নেতৃত্বে উপজেলার ভূলতা এলাকায় ঢাকা টু সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী ভূঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী ঈমন হাছান খোকন। এছাড়াও এ সয়ম আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মিঠু খন্দকার,আওয়ামীলীগ নেতা আব্দুল সালাম, মনির হোসেন, নবী হোসেন, যুবলীগ নেতা মুরাদ হাছান, আবু তাহের,আমিনুল ভূঁইয়া প্রমুখ।