ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নরসিংদীর মনোহরদীতে ট্রাকের ধাক্কায় দিপু চন্দ্র মনি দাস(২৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সবুজ চন্দ্র মনি দাস(২২) নামে আরেকজন আহত হয়েছেন।
আজ সোমবার (২২ মে) সকালে উপজেলার লাখপুর-হাতিরদিয়া সড়কের কদমতলী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দিপু উপজেলার কোচেরচর ইউনিয়নের মনিদাস পাড়া গ্রামের কাজল চন্দ্র মনি দাসের ছেলে এবং আহত সবুজ একই এলাকার সুভাস চন্দ্র মনি দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দিপু ও সবুজ উপজেলার হতিরদিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি কোচেরচরের কদমতলী নামক স্থানে পৌঁছালে পেছন থেকে বেপোরোয়া গতিতে আসা একটি খালি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলে থাকা দুজনেই রাস্তায় ছিটকে পরে এবং চালক দিপু ঘাতক ট্রাকটির সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়দের সহাহতায় গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষনা করে। আহত সবুজ চিকিৎসাধীন আছেন।
মনোহরদী থানার উপ-পরিদর্শক মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ আহতদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নেয়ার পর দিপু নামের একজনের মৃত্যু হয়েছে। পরবর্তি আইনানুগত কাজ প্রক্রিয়াধীন।