আর্কাইভ থেকে ফুটবল

ভিনিসিয়াসের ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করেছে রিয়াল

রোববার লা লিগায় ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে বর্ণবাদের শিকার হন রিয়েল মাদ্রিদের হয়ে খেলা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের পর ভিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় লা লিগাকে বর্ণবাদের দখলে ও স্পেনকে বর্ণবাদী দেশ আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেন।

ভালেন্সিয়া থেকে অবশ্য জানানো হয়েছে, পুলিশ এক ব্যক্তিকে শনাক্ত করেছে যিনি ভিনিকে বর্ণবাদী অঙ্গভঙ্গি করেছিলেন এবং ওই ব্যক্তিকে মেস্তায়া স্টেডিয়াম থেকে আজীবন নিষিদ্ধ করা হবে।

সোমবার রিয়াল মাদ্রিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ভিনিসিয়াসের সঙ্গে দেখা করে কথা বলছেন রিয়েল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে ওই ঘটনার নিন্দা জানিয়ে আইনি প্রক্রিয়া শুরুর কথা জানানো হয়।

“রিয়াল মনে করে, এই ধরনের আক্রমণগুলিও ঘৃণামূলক অপরাধ, যে কারণে স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে, বিশেষ করে প্রসিকিউটর অফিসে ঘৃণামূলক অপরাধ এবং বৈষম্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে, যাতে ঘটনাগুলি তদন্ত করা হয় এবং দায়িত্বগুলি স্পষ্ট করা হয়।”

রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সোমবার বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজকেও সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় ভিনিসিয়াসের বর্ণবাদের শিকার হওয়া নিয়ে। তিনিও এই ঘটনার নিন্দা জানান।

এছাড়াও ভিনিসিয়াসের পক্ষ নিয়েছে বিশ্বের অনেক ফুটবলার। নেইমার জুনিয়র , কিলিয়ান এমবাপ্পে, টনি ক্রস, করিম বেঞ্জেমা, আশরাফ হাকিমি, লুকা মদ্রিচ সহ অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিনির প্রতি সমর্থন জানিয়েছে। এমনকি ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো পূর্ণ সমর্থন জানিয়েছেন ভিনিসিয়াসের প্রতি। শুধু তাই নয় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাও  কথা বলেছেন ভিনিসিয়াসকে নিয়ে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন