জামিন পেলেন ইমরান খান
স্ত্রী বুশরা বিবির পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৩ মে) ইসলামাবাদের একটি আদালত তাকে দুর্নীতির ৮ মামলায় ৮ জুন পর্যন্ত জামিন আদেশ দেন।
এর আগে তার স্ত্রী বুশরা বিবি ১৯ কোটি পাউন্ড বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন।
মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালত থেকে সুরক্ষামূলক এমন জামিন পেয়েছেন বুশরা বিবি।
এ সময় দুর্নীতির কয়েকটি মামলায় জামিন পেতে আদালতে যাওয়া ইমরান খান উপস্থিত ছিলেন।
গেলো বছর অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যন ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত আল কাদির ট্রাস্ট দুর্নীতির মামলা। তার বিরুদ্ধে কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ, ইমরান খান, তার বর্তমান স্ত্রী বুশরা বিবি ও ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কয়েকজন জ্যেষ্ঠ নেতা পাকিস্তানের পাঞ্জাবের সোহাওয়ায় আল কাদির বিশ্ববিদ্যালয় প্রকল্পের নামে একটি ব্রিটিশ রিয়েল এস্টেট সংস্থাকে জাতীয় কোষাগার থেকে ১৯ মিলিয়ন পাউন্ড দিয়েছেন। আরও অভিযোগ করা হয়েছে, আল কাদির ট্রাস্টের অধীনে আল কাদির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের ধনকুবেরের কাছে থেকে অবৈধভাবে জমি নিয়েছেন।