রেলবহরে যুক্ত হলো ভারতের ২০ লোকোমোটিভ
বাংলাদেশকে ডিজেল চালিত ২০টি ব্রডগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) অনুদান হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত। সেই প্রতিশ্রুতি মোতাবেক ওই ২০টি লোকমোটিভ বাংলাদেশের কাছে হস্তান্তর করল ভারত।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে দর্শনা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরমধ্য দিয়ে বাংলাদেশের রেলবহরে যুক্ত হলো ২০টি ব্রডগেজ লোকোমোটিভ।
এর আগে ভারত সরকার গত বছরের ডিসেম্বর মাসেই লোকোমোটিভগুলো বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানায় বাংলাদেশ রেলওয়েকে। কিন্তু প্রক্রিয়াগত কিছু বিষয়ের জটিলতার কারণে সেগুলো দেশে আসেনি এতদিন।
অবশেষে আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই ২০টি লোকোমোটিভ বাংলাদেশের কাছে হস্তান্তর করল ভারত।