আর্কাইভ থেকে ছাত্র-শিক্ষক

ই-ব্যাংকিং সেবা চালুর নির্দেশ ইবি উপাচার্যের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন সমস্যা দূরীকরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রশাসন ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তির টাকা জমা দেয়ার জন্য শিক্ষার্থীদের যেন ব্যাংকে লাইনে দাঁড়াতে না হয় সে ব্যবস্থা করার নির্দেশ দেন উপাচার্য।

 

একইসঙ্গে শিক্ষার্থীদেরকে আন্তরিকতার সাথে তাদের সমস্যা সমাধানের জন্য হল প্রভোস্ট ও অফিস প্রধানদের প্রতি আহ্বান জানান। এছাড়া সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেওয়া স্মারকলিপির ৩৩ দফা দাবি পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।

 

সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, প্রক্টর অঅধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদসহ লাইব্রেরি, আবাসিক হল, পরিক্ষা নিয়ন্ত্রক দফতর, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ, হিসাব বিভাগ ও চিকিৎসা কেন্দ্রের প্রধানসহ বিভিন্ন দফতর প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস।

এ সম্পর্কিত আরও পড়ুন