আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন মোটরবাইক চালক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে উপজেলার বড়ভিটা এলাকার খেজুরেরতল এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত যুবক কুড়িগ্রাম সদরের হোলখানার সাড়োডোব এলাকার আরডিআরএস বাজারের মুদির দোকানী ইউসুফ আলীর ছেলে আলম বাদশা (৩৫)।

স্থানীয়রা জানান, দুপুরে দিকে আরডিআরএস বাজার থেকে ছেড়ে আসা একটি পালসার মোটরবাইকে উঠে দ্রুততার সহিত বাইকটি চালিয়ে আসার সময় ফুলবাড়ী কুড়িগ্রাম সড়কের বড়ভিটা এলাকার খেজুরেরতলে সড়কে শুকাতে দেয়া খড়ের উপর মোটরবাইকের ব্রেক কষলে তিনি পিচঢালা সড়কের উপর পড়ে যান। এ সময় তার নিজস্ব মোটরবাইকের আঘাতে মাথা থেঁতলে যায়। সেখানেই তিনি নিহত হন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন