আর্কাইভ থেকে জাতীয়

রানী বিলাসমনি কেন্দ্রে এগিয়ে আছেন জায়েদা

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেসরকারিভাবে এগিয়ে আছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ (ইভিএম) শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।

জানা গেছে, এই কেন্দ্রে মোট ১৮০৮ ভোটের মধ্যে নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২৯৩, জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ৫৩২, আতিকুল ইসলাম (মাছ) ২৪, নিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৩১, গাজী আতাউর রহমান (হাত পাখা) ২৪, রাজু আহমেদ (গোলাপ ফুল) ৬টি, মো. হারুনুর রশিদ (ঘোড়া) ১টি, সরকার শাহনুর ইসলাম (হাতি) ১২টি ভোট পেয়েছেন।

আজ এই কেন্দ্রে ১৮০৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৯২৭টি। এর মধ্যে নৌকার প্রার্থীর চেয়ে বেসরকারিভাবে ২৩৯ ভোটে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা।

ভোট চলাকালীন রানী বিলাসমণি কেন্দ্রে হাতাহাতির ঘটনাও ঘটেছে। এদিন বেলা এগারোটার দিকে পুরুষ বুথের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের এজেন্টদের ভোট দিতে আসা একজনকে মেরে গালিগালাজ করে বের করে দিতে দেখা যায়।

এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেয়া হয়। পরে ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সকালে এক প্রতিক্রিয়ায় জায়েদা খাতুন গণমাধ্যমকে বলেন, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো, সুষ্ঠু ভোট হলে তিনি নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেবেন। প্রতিটি কেন্দ্রে ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। সঠিক সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে ভোটগ্রহণের জন্য দাবি জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন