ইউরোপের তুলনায় স্থলসামরিক শক্তিতে এগিয়ে রাশিয়া: ফরাসি গবেষণা
রাশিয়ার স্থলবাহিনী ও সামরিক সক্ষমতা বর্তমানে ইউরোপকে উল্লেখযোগ্য ব্যবধানে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ফরাসি আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (IFRI)।
ফ্রেঞ্চ পত্রিকা লে ফিগারোর প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ন্যাটো সদস্যদের তুলনায় আর্টিলারি, ড্রোন, বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামে ইউরোপ ‘গুরুতরভাবে অপ্রস্তুত’।
গবেষণা অনুযায়ী, ইউরোপের প্রায় ৭ লাখ ৫০ হাজার সৈন্যের বিপরীতে রাশিয়ার সক্রিয় স্থলবাহিনী প্রায় ৯ লাখ ৫০ হাজার। অবকাঠামোগত সীমাবদ্ধতা, রাজনৈতিক বিভাজন এবং কম যুদ্ধ-প্রস্তুতি ইউরোপের দুর্বলতা আরও বাড়িয়েছে।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা উদ্বেগ থাকলেও রাশিয়া ন্যাটো বা ইউরোপে আক্রমণ করার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
এসএইচ//