আন্তর্জাতিক

আসামে বহুবিবাহ এখন দণ্ডনীয় অপরাধ

ছবি: সংগৃহীত

আসাম বিধানসভায় পাস হয়েছে ‘আসাম প্রোহিবিশন অফ পলিগ্যামি বিল, ২০২৫’, যার মাধ্যমে রাজ্যে বহুবিবাহকে আনুষ্ঠানিকভাবে দণ্ডনীয় অপরাধ ঘোষণা করা হয়েছে। আইন ভাঙলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, জরিমানা এবং সম্পত্তি বাজেয়াপ্তের বিধান রাখা হয়েছে। তবে তপশিলি জনজাতি (এসটি) এবং ষষ্ঠ তপশিলভুক্ত এলাকাগুলো এই আইনের বাইরে থাকবে।

বিলটি পাসের আগে তীব্র বিতর্ক হয়। কয়েকজন মুসলিম বিধায়ক দাবি করেন, এটি সংখ্যালঘুদের ব্যক্তিগত আইনের ওপর হস্তক্ষেপ।

জবাবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ও সরকারি পক্ষ জানায়, মুসলিম পার্সোনাল ল’ প্রয়োগে বাধা হলে আসামে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর পথে হাঁটবে সরকার।

নতুন আইনে আরও বলা হয়েছে, দ্বিতীয় বিয়ে গোপন করলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে। বহুবিবাহে সহায়তা করলে কাজী, পুরোহিত, গ্রামপ্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই শাস্তির আওতায় আসবেন।

বিল পাসের পর মুখ্যমন্ত্রী শর্মা একে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেন এবং বলেন, বহুবিবাহ নারীর মর্যাদা ও অধিকারকে ক্ষুণ্ন করে; এ আইন তাদের সুরক্ষার জন্যই আনা হয়েছে।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন