ইউরোপের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা ট্রাম্পের
ইউরোপের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ‘অনিয়ন্ত্রিত গণঅভিবাসনের’ কারণে ইউরোপের অনেক জায়গা এখন চেনার উপায় নেই। ইউরোপ বর্তমানে ভুল পথে হাঁটছে। ই্উরোপীয়নরা নিজেদের সংস্কৃতি ধ্বংস করছে।
আমেরিকার অর্থনীতিকে ‘অলৌকিক’ দাবী করে তিনি বলেন, তার শাসনামলে মূল্যস্ফীতি পরাজিত হয়েছে।
এছাড়াও ইউরোপীয় দেশগুলোর উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, গ্রিনল্যান্ড ইস্যুতে তার প্রস্তাবে তারা রাজি হলে যুক্তরাষ্ট্র কৃতজ্ঞ থাকবে। নতুবা ওয়াশিংটন বিষয়টি ‘মনে রাখবে’।
এসএইচ//