আন্তর্জাতিক

ট্রাম্পের অর্থনৈতিক সাফল্যের অধিকাংশ দাবিই ভুয়া

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্তি উপলক্ষে মার্কিন অর্থনীতি নিয়ে দাবী করা ট্রাম্পের অধিকাংশ দাবিই বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক প্রমাণিত হয়েছে। 

আল-জাজিরার তথ্য যাচাই প্রতিবেদনে দেখা গেছে, মূল্যস্ফীতি, ওষুধের দাম, শুল্ক নীতি এবং কর্মসংস্থান নিয়ে ট্রাম্পের তুলে ধরা পরিসংখ্যানে বাস্তবতার মিল নেই।

ট্রাম্প তার বক্তৃতায় দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে ‘কোনো মূল্যস্ফীতি নেই’। ওষুধের দাম ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে। এটি গাণিতিক ও অর্থনৈতিকভাবে অসম্ভব বলেছেন বিশেজ্ঞরা। ট্রাম্প গত তিন মাসে মূল মূল্যস্ফীতি ১.৬ শতাংশের মধ্যে থাকার যে দাবি করেছেন, তাও সঠিক নয়।

যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত নভেম্বর ও ডিসেম্বরে মূল মূল্যস্ফীতি ছিল ২.৬ শতাংশ। সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ২.৭ শতাংশ। 

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন