দীর্ঘ এক যুগ পর নিজ গ্রামে ফেরদৌস
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। দীর্ঘ এক যুগ পর নিজ গ্রাম কুমিল্লার তিতাসের কাপাশকান্দিতে গিয়েছেন তিনি।
বুধবার (২৪ মে) দুপুরে কাপাশকান্দি মডেল একাডেমির পরীক্ষায় নিয়োগ দিতে সভাপতি হিসেবে আসেন তিনি।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, এটি আমার রাজনৈতিক সফর নয়। স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য পদে নিয়োগ দিতে পেরেছি, তাতেই আমি খুশি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে আমি নির্বাচন করব। আদারওয়াইজ আমার কোনো চাওয়া নেই।
এর আগে তিনি কাপাশকান্দিতে এলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তাকে একনজর দেখতে হাজার হাজার জনতা ভিড় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফেরদৌসের ছোট ভাই চিত্রনায়ক তৌফিক, বিদ্যোৎসাহী সদস্য ও তিতাস উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আমির হোসেন ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।