ইমরান খানের দল গণহারে ছাড়ছেন নেতা-কর্মীরা
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গেলো মঙ্গলবার (৯ মে) সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। ওই গ্রেপ্তারের পরপরই তার সংক্ষুব্ধ কর্মীরা পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তর এবং লাহোরে কর্পস কমান্ডারের বাড়িতে হামলা চালান।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির। তিনি হামলার সঙ্গে জড়িতদের সামরিক আদালতে বিচারের হুমকি দিয়েছেন।
রাজনৈতিক ব্লিশ্লেষকরা ধারণা করছেন, পিটিআইকে নিষিদ্ধ এবং দলটিকে কোণঠাসা করতে সেনাবাহিনীর পরোক্ষ ইন্ধনে এসব দলত্যাগের ঘটনা ঘটছে। আর এ তালিকা প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে।
ইমরানকে গ্রেপ্তার এবং সেনাবাহিনীর স্থাপনার ওপর হামলার পর একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে— ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শীর্ষস্থানীয় নেতারা গণহারে দলত্যাগ করছেন। এ তালিকায় রয়েছে তার সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করা নেতারাও।
উল্লেখ্য, যেসব নেতাই পিটিআই ছাড়ার ঘোষণা দিচ্ছেন তারা আগে (৯ মে) সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার নিন্দা জানাচ্ছেন এরপর বলছেন আর রাজনীতি করবেন না।