কুড়িগ্রামে নগদ অর্থসহ ৪ জুয়ারি গ্রেপ্তার
কুড়িগ্রামে সদর উপজেলার পৌর এলাকা থেকে খেলা অবস্থায় ৪ জন জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামসহ নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ মে) ভোররাতে সদর থানার পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- পৌরসভা এলাকার ভেলাকোপার (বাহারের চর) রুস্তম আলি (৫২), পরিমল হক (৪৫),রেজ্জাকুল (৩৫) ও আইনুল হক (৩২)।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া নির্মূলে আমাদের এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।