জুলাইয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার প্রায় আট মাস পেরিয়ে গেছে। লম্বা এই সময়ে কোনো ম্যাচ খেলেনি বাংলার বাঘিনীরা। তবে এবার সুসংবাদ পেল সাবিনারা।
এশিয়ান গেমস ফুটবলে অংশ গ্রহন করার আগেই মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামী জুলাইয়ে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ মঙ্গোলিয়া।
বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ নিশ্চিত করেছেন এ তথ্য।
কিরণ জানান, “চাইলে তো খেলা আয়োজন করা যায় না। একটা দেশের সঙ্গে খেলতে হলে অনেক ধাপ পেরোতে হয়। যখন-তখন মাঠে নামানো যায় না। এশিয়ান গেমস ফুটবল রয়েছে, সেখানে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলব; এটা নিশ্চিত হয়েছে।”
কিরণ আরও বলেন, “সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হওয়ার কথা জানিয়ে তারাই সরে গিয়েছিল। এতে তো আমাদের কোনো কিছু করার ছিল না। এখন মঙ্গোলিয়া বলছে, খেলবে। দুই মাস বাকি ম্যাচ হতে। দুদিন পর যদি মঙ্গোলিয়া খেলতে না চায়, আমরা কি করতে পারি।”