নির্বাচনটা সুষ্ঠু হতে হবে : সিইসি
আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ রোববার (২৮ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
কাজী হাবিবুল আউয়াল বলেন, যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটি তাদের মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলার যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে তার দায়দায়িত্ব তাদের নিতে হবে।
তিনি বলেন, ‘ভোটাররা কাকে ভোট দেবেন; কে জিতবে, হারবে সেটি আমাদের বিষয় নয়। কিন্তু ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার যে দায়িত্ব সেটি পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
সিইসি বলেন, মাঠ কর্মকর্তাদের নিয়ে পক্ষপাতিত্বের কোনো স্কোপ নেই। আমরা খুব স্ট্রং ভাষায় বলেছি, আপনাদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। এটি মনে করলে চলবে না যে আইনশঙ্খলা বাহিনী মানেই সরকারের বাহিনী, বা সরকারি দলের বাহিনী। তারা সরকারিভাবে রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন।