নাচতে গিয়ে রাখির গাউনে জড়িয়ে গেলেন ভিকি
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) মঞ্চে নাচ করতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়েছে ভিকি কৌশল। রাখি সাওয়ান্তের গাউনের ঘেরে পা জড়িয়ে হোঁচট খেলেন তিনি। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন নেটদুনিয়ায় ভাইরাল।
প্রসঙ্গত, ফিল্মিদুনিয়ার সবথেকে গ্ল্যামারাস অনুষ্ঠান আইফা অ্যাওয়ার্ডস নিয়ে ব্যস্ত গোটা বলিউড। মুম্বাই থেকে আরব আমিরশাহীতে ভিড় জমিয়েছেন তাবড় তারকারা। অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্বে ছিলেন ভিকি কৌশল এবং অভিষেক বচ্চন। সেই অনুষ্ঠানের মঞ্চেই নাচতে গিয়ে হোঁচট খেলেন ভিকি।
শনিবার (২৭ মে) রাতে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান জমে উঠেছিল নাচে-গানে। উপস্থিত ছিলেন ভিকি কৌশলের ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার নায়িকা সারা আলি খানও। সেখানে ভিকি-সারার সঙ্গে দেখা যায় রাখি সাওয়ান্তকেও। মঞ্চে তখন চলছে অভিনেতার স্ত্রী ক্যাটরিনা কাইফের সুপারহিট গান- ‘শিলা কি জওয়ানি’। সেই গানেই তিন তারকা একসঙ্গে পা মেলাতে গিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি!
ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, নাচার সময়ে রাখির গাউনের ঘেরে পা জড়িয়ে যায় ভিকি কৌশলের। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়তে গিয়েও নিজেকে সামলে নিলেন অভিনেতা। ওদিকে সারা আলি খান ও রাখি সাওয়ান্ত ভিকির এমন পড়ে যাওয়া দেখে তো প্রায় হতবাক।
উল্লেখ্য, এই অনুষ্ঠানেই সালমান খানের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ভিকিকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। পরে অবশ্য সেসব মিটমাট হয়ে যায়। ভাইজান ভিকিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন।
Rakhi just knocked Vicky over while dancing to sheila ki jawani 😭🙏🏻 pic.twitter.com/Upe806OAc0
— celina ❦ (@bollyvfx1) May 27, 2023