২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা
সারাদেশে বাড়ছে তাপমাত্রা। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে বিভিন্ন অঞ্চল বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল (বরিশাল) ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে (খুলনা) মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এতথ্য জানা যায়।
এদিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোনো অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও নেই কোনো সতর্ক সংকেত।
সোমবার সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।