বুস্টার ডোজ হিসেবে করোনার ৩০ লাখ টিকা দিচ্ছে ফাইজার
বাংলাদেশকে করোনার ৩০ লাখ ডোজ টিকা দেবে ফাইজার। এসব টিকা বুস্টার ডোজ হিসেবে দেশের মানুষকে দেয়া হবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২৯ মে) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশে এ পর্যন্ত ৩৬ কোটির বেশি টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ১ম ডোজ ৮৮ শতাংশ, ২য় ডোজ ৮২ শতাংশ এবং তৃতীয় ডোজ দেয়া হয়েছে ৪০ শতাংশ।
তিনি জানান, ফাইজার থেকে বিনামূল্যে ৩০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এসব টিকা তৃতীয় এবং চতুর্থ ডোজ হিসেবে বা বুস্টার ডোজ হিসেবে দেয়া হবে।
তিনি আরও জানান, এই টিকা দেয়া হবে ১৮ বছরের ঊর্ধ্বে যারা আছেন তাদেরকে তৃতীয় ডোজ হিসেবে। সেইসাথে যারা টিকা নেননি এমন ৬০ বছরের বেশি যারা আছেন তাদেরকে এবং সম্মুখ সারির যোদ্ধাদের।
জাহিদ মালেক জানান, বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ পর্যন্ত ১১ ভাগ টিকা পেয়েছে। দেশে টিকা উৎপাদনের কাজ চলছে। শিগগিরই দেশে টিকা উৎপাদন হবে।