পঞ্চগড়ে অজ্ঞান পার্টি চক্রের ২ সদস্য গ্রেপ্তার
পঞ্চগড়ে গেলো ২৬ মে রাতের আঁধারে সদর উপজেলার জগদল এলাকায় মাসুদ রানা নামে এক ব্যাক্তি বাড়িতে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ছয় লক্ষ টাকা দুধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়েরের এক দিন পরে অজ্ঞান পার্টির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার জগদল বাজার এলাকার ত্ াইসলাম (৩২) ও দশমাইল বাজার মুহুরীজোত এলাকার হাসান (৩০)। তবে চুরি যাওয়া টাকার মধ্যে ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৯ মে) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এস.এম সিরাজুল হুদা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, একটি বড় অজ্ঞান পার্টির চক্র জেলার বিভিন্ন এলাকার লোকদের সাথে নিয়ে টিউবওয়েলের পানির সাথে, পানির ট্যাংকির পানিতে চেতনানাশক মিশিয়ে চুরি সহ নানা অপরাধমুলক কাজ করে আসছিলেন। পরে বিশেষ অভিযান পরিচালনা করে মূলহোতা সহ দুইজনে গ্রেফতার করা হয়েছে। এদের সাথে অনেকেই সম্পৃক্ত রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।