আর্কাইভ থেকে ফুটবল

আবাহনী-মোহামেডানের ফাইনাল দেখতে হেলিকপ্টারে সালাউদ্দিন

১৪ বছর পর ফেডারশনের ফাইনালে মুখোমুখি হয়েছে আবাহনী-মোহামেডান। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকার ঐতিহ্যবাহী দুই দলের ফাইনাল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন ফুটবলপ্রেমীরা।

ঢাকা ডার্বি দেখতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনও এসেছেন কুমিল্লায়। তবে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব খুব বেশি না হলেও বাফুফে সভাপতি এসেছেন হেলিকপ্টার করে।

ঢাকার বাইরে ব্যক্তিগত বা যে কোনো সফরে গেলে কাজী সালাউদ্দিনকে অধিকাংশ সময়ই হেলিকপ্টার ব্যবহার করতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় ফাইনাল দেখতে হেলিকপ্টারে করে এসেছেন তিনি।

কাজী সালাউদ্দিনের বর্তমান পরিচয় বাফুফে সভাপতি হলেও ফুটবলার হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার। ১৯৭২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ঢাকা আবাহনীর হয়ে মাঠ মাতিয়েছেনন সালাউদ্দিন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন