সৌদি ক্লাবের ১২০ কোটি ইউরোর প্রস্তাবে রাজি হয়েছেন মেসির বাবা
আগামী মাসেই ফ্রী এজেন্ট হয়ে যাবেন লিওনেল মেসি। এরপর তাঁর গন্তব্য কোথায় হবে তা নিয়ে প্রতিদিনই একাধিক খবর আসছে। এরই মধ্যে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের দলবদল নিয়ে নতুন একটি খবর দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম ফুত মেরকাতো।
সংবাদমাধ্যমটির তথ্য মতে, সৌদি ক্লাবে খেলার জন্য বিশাল অঙ্কের প্রস্তাব মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি গ্রহণ করেছেন।
সৌদিতে মেসির খেলার প্রস্তাবটা এসেছে দেশটির প্রো লিগের ক্লাব আল হিলালের মাধ্যমে। সেই প্রস্তাবের অঙ্কটা বিশাল। ফুত মেরকাতোর তথ্য অনুযায়ী, মেসিকে দুই বছরের জন্য ১২০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৩৭৮০ কোটি টাকা।
সৌদি আরবের ক্লাব আল নাসরে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো যত বেতন পান, মেসিকে দেওয়া প্রস্তাবটা তার প্রায় দ্বিগুণ।
সৌদি আরবের এমন প্রস্তাবের খবর আগেই দিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের খবরে তখন বলা হয়েছিল, মেসিকে ১ বছরের জন্য ৬০ কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। সেই প্রস্তাবে রাজি হয়ে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন মেসি। সে সময় মেসির বাবা অবশ্য সেটিকে মিথ্যা খবর বলে উড়িয়ে দিয়েছিলেন।