আর্কাইভ থেকে আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে আঘাত হেনেছে ৬.২ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (৩১ মে) অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছাকাছি এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

বুধবার (৩১ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা এনডিটিভি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির জিওনেট মনিটরিং সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার গভীরে। তবে এখনো সুনামির কোনও আশঙ্কা নেই বলে জানা গেছে।

এদিকে দেশটির দক্ষিণাঞ্চলের শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ভূমিকম্প শহরের কোথাও আঘাত হানার কিংবা জানমালের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন