আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রার্থীকে জিতিয়ে বা হারিয়ে দেয়া ইসির দায়িত্ব নয়: সিইসি

নির্বাচন কমিশনের দায়িত্ব হলো ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করা। সেই অধিকার যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেদিকে সবার নজর দিতে হবে। কোনো প্রার্থীকে জিতিয়ে দেয়া বা হারিয়ে দেয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের (ইসি) নয়। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (৩১ মে) দুপুরে খুলনা সরকারি মহিলা কলেজ অডিটরিয়ামে সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ইভিএমের ওপর কোনোরকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে। মানুষের মধ্যে আস্থা থাকতে হবে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে। আমাদের মূল লক্ষ্য হলো ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা।

প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের সবচেয়ে বড় দায়িত্ব প্রিজাইডিং অফিসারদের। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা অতি প্রয়োজন। কেন্দ্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের। দায়িত্ব হালকাভাবে নেবেন না। দায়িত্বপালনকালে কর্তৃত্ব প্রয়োগ করতে হলে করুন। প্রিজাইডিং কর্মকর্তা চাইলে ভোটগ্রহণ বন্ধ করতে পারেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন