রাজ্যকে নিয়ে সিনেমা দেখবেন পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার (২৬ মে) মুক্তি পেয়েছে তার অভিনীত অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমা ‘মা’। ইতোমধ্যেই সিনেমা হলে চলচ্চিত্রটি দেখতে ফ্যামিলি নিয়ে হাজির হয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। এখন ব্যস্ত আছেন এর প্রচারণা নিয়ে।
এর ধারাবাহিকতায় বুধবার (৩১ মে) থেকে সিনেমাটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে। আর তাইতো পুত্র রাজ্যকে নিয়ে নিজের অভিনীত সিনেমা ‘মা’ দেখবেন সবার সঙ্গে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা পরীমণি নিজেই।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তির পরপরই সিনেমাটি দেখতে গিয়েছিলাম। তবে পুরো সিনেমা দেখা হয়নি। আজ পুরো সিনেমা হলে বসে দেখে শেষ করব। সঙ্গে আমার পুত্র রাজ্য থাকবে।
এর আগে পরী বলেছিলেন, যখন সিনেমার শুটিং করি, তখন আমার প্রেগনেন্সি মাত্র শুরু হয়েছে। আমি তিন মাস পার করে চার মাসে পা রেখেছি। কিন্তু আমি যখন সিনেমায় মা হই, তখন আসলে আমি জানতাম না যে, আমার মধ্যে একটা বেবিকে লালন করছি আমি। তখনও রাজের সঙ্গে ওইভাবে দেখা হয়নি আমার। জেল থেকে বেরিয়ে আমি দুটো সিনেমা সাইন করেছিলাম। আমি আর রাজ যে সিনেমা করেছিলাম ‘গুণিন’ এবং ‘মা’। আমাদের আগে শুটিং হয় গুণিনের, যে সিনেমার মাধ্যমে আসলে রাজ্যের বাবার সঙ্গে আমার পরিচয় হয়।
প্রসঙ্গত, বর্তমানে সন্তানকে সময় দেয়ার পাশাপাশি ‘মা’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমণি। আপাতত সিনেমার কাজ করছেন না। অভিনেত্রীর কাছে বর্তমানে সন্তানের দেখভালটাই জরুরি। তাই এখন রাজ্য এবং সংসারেই বেশি সময় দিচ্ছেন।