ম্যাচ চলাকালে বজ্রপাতে মারা গেলেন ক্রিকেটার
গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামে ম্যাচ চলাকালে বজ্রপাতে তামজিদ আহমেদ নামের এক ক্রিকেটারের মৃত্যু হয়েছে।
বুধবার (৩১ মে)দুপুরে ধানমন্ডি ক্লাব ও আবাহনী ক্রিকেট একাডেমির মধ্যকার প্রীতি ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী মাহাবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছন।
নিহত তামজিদ টাঙ্গাইল জেলার ইমান আলীর ছেলে। তিনি ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আবাহনী ক্রিকেট একাডেমির খেলোয়াড় প্রান্ত শিকদার জানান, স্বাগতিক আবাহনী ক্রিকেট একাডেমির সঙ্গে ঢাকা জেলার ধানমন্ডি ক্লাব চারটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে গোপালগঞ্জে আসা হয়। মঙ্গলবার (৩০ মে) প্রথম প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দ্বিতীয় প্রীতি ম্যাচ চলছিল। বুধবার দুপুর ১টার দিকে ধানমন্ডি ক্লাব ফিল্ডিং করার সময় হঠাৎ বিদ্যুৎ চমকায়। এ সময় আমরা সকল খেলোয়াড় কানে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়ি। তামজিদও আমাদের সঙ্গে মাটিতে শুয়ে পড়েছিল। পরে সবাই উঠলেও তামজিদ উঠেনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, বুধবার দুপুরে সংবাদ পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ডিসি স্যারও উপস্থিত ছিলেন।