রণবীরের সঙ্গে বিয়ের ৫ বছর পরেও দীপিকার হৃদয়ে অন্য পুরুষের নাম!
২০১৮ সালের নভেম্বর মাসে ইটালির লেক কোমোতে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা রণবীর সিংহ ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার পরে পেরিয়েছে প্রায় পাঁচ বছর। ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে রণবীর-দীপিকার দাম্পত্য। দীপিকা যে তার নয়নের মণি, তা একাধিক বার একাধিক অনুষ্ঠানে স্বীকার করেছেন রণবীর সিংহ। সেই দিক থেকে দীপিকা ততটা খোলামেলা নন। তবে কি এখনও দীপিকার মনের কোণে থেকে গিয়েছেন তার প্রাক্তন রণবীর কাপুর? সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় রণবীর কাপুরের একটি ছবি শেয়ার করে দীপিকা লেখেন, ‘‘আমার হৃদয়ের টুকরো!’’ এই পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই শুরু জল্পনা।
সম্প্রতি রণবীর কাপুর ও নিজের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দীপিকা লেখেন, ‘‘আমার হৃদয়ের টুকরো!’’ যদিও সেই ছবি দীপিকা ও রণবীরের একটি সিনেমার দৃশ্য থেকে নেয়া। বলিউড পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন দীপিকা ও রণবীর। সম্প্রতি ১০ বছর পূর্ণ করেছে ওই ছবি। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির একটি ভিডিও সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেন দীপিকা, সঙ্গে ওই বিবরণী। তাতেই জল্পনা শুরু হয়ে যায় অনুরাগীদের মধ্যে। তবে কি সত্যিই এখনও পর্যন্ত প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরকে ভুলতে পারেননি দীপিকা? তবে আদতে রণবীরের উদ্দেশে নয়, নিজের ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’কে নিয়েও ওই কথা লিখেছিলেন দীপিকা। অভিনেত্রীর শেয়ার করা ভিডিও দেখে পরে বোঝা যায়, ছবির সঙ্গে জড়িত স্মৃতিচারণ করতে গিয়ে ওই কথা বলেছেন তিনি।
রণবীর সিংহের সঙ্গে চারহাত এক হওয়ার আগে রণবীর কাপুরের সঙ্গে বেশ কয়েক বছর প্রেমের সম্পর্ক ছিল দীপিকার। ‘বচনা অ্যায় হাসিনোঁ’ ছবির সময় প্রকাশ্যে আসে রণবীর ও দীপিকার প্রেমের খবর। তবে সেই প্রেম বেশি দিন টেকেনি। তার পরেই ক্যাটরিনা কইফের প্রেমে পড়েন রণবীর। এখন অবশ্য আলিয়া ভাটের সঙ্গে সুখের সংসার রণবীরের। তবে, প্রেমের সম্পর্ক না টিকলেও বন্ধুত্ব এখনও অটুট রণবীর কাপুর ও দীপিকার মধ্যে। প্রেম ভাঙার পরেও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘তামাশা’র মতো ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর ও দীপিকা।