যে অ্যাপগুলি দিয়ে আপনার ফোনের সব তথ্য নিচ্ছে হ্যাকাররা
দেদার গেম খেলতে ভালোবাসা আপনার বাড়ির ছোট্ট খুদে? এই সুযোগ নিয়েই ফোন ফাঁকা করে দিচ্ছে হ্যাকাররা। ফোনে থাকা কন্টাক্ট থেকে ছবি, সবকিছুই হাত করে নিচ্ছে এই অ্যাপগুলি। সম্প্রতি ভিপিএন পরিষেবা প্রদানকারী সংস্থা সার্ফশার্কের একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
সম্প্রতি ওই সমীক্ষায় উঠে এসেছে বেশ কয়েকটি গেমিং অ্যাপের নাম। কল অফ ডিউটি, ক্যান্ডি ক্র্যাশ, ক্যারাম পুল ডিস্ক এর মতো অ্যাপগুলি খেলার সময় ফোন ব্যবহারকারীদের বেশ কয়েকটি তথ্য চায়। ফোনের ১৭ থেকে ৩২ রকম তথ্য চাওয়ার অভিযোগও রয়েছে অ্যাপ গুলির বিরুদ্ধে। এই ধরনের তথ্যগুলির মধ্যে রয়েছে ছবি, ক্যামেরা, ভিডিও, লোকেশন, কন্ট্যাক্টের মতো জরুরি তথ্যগুলিও।
কোন কোন অ্যাপ ব্যবহারকারীর থেকে সবচেয়ে বেশি তথ্য চায়? এর উত্তর খুঁজে বার করতে সার্ফশার্ক ৬০টি দেশের সব মিলিয়ে ৫০টি জনপ্রিয় অ্যাপ নিয়ে গবেষণা করে। এড করে কম অনুসারে সাজানোর জন্য নম্বর প্রদানেরও ব্যবস্থা করে ওই সংস্থা। তাতেই ব্যবহারকারীর কোন পরিচয় না নেওয়ার জন্য এক পয়েন্ট দেওয়া হয় ব্যবহারকারী পরিচয় নিয়ে নেওয়ার জন্য দুই পয়েন্ট এবং ব্যবহারকারীকে ‘ট্র্যাক’ করার জন্য তিন পয়েন্ট দেওয়া হয়। বিস্তারিত গবেষণার পর দেখা যায়, ভারতের লুডো কিংও অনিরাপদ গেমের তালিকায় রয়েছে। ৩৮ নম্বরে থাকা এই গেমিং অ্যাপটি ব্যবহারকারীদের ফোনের অধিকাংশ তথ্যই দেখার অনুমতি চায়।
এছাড়াও জনপ্রিয়তার নিরিখে সারা বিশ্বে ষষ্ঠ স্থানে থাকা গেমিং অ্যাপ সাবওয়ে সার্ফার হাঙ্গার ইনডেক্সে ৫৭ পয়েন্ট পেয়েছে। এই গেমিং অ্যাপটি সবমিলিয়ে একটি ব্যবহারকারীর ফোন থেকে ১২ রকমের তথ্য সংগ্রহ করে। বেশি তথ্য চায় এমন অ্যাপ তৈরির নিরিখে এগিয়ে রয়েছে ফ্রান্স। এই তথ্য উঠে আসে সার্ফশার্কের সমীক্ষায়। তবে ভারতে এমন অ্যাপের সংখ্যা ১৩টি। ওই সংস্থার সূচকের নিরিখে ভারতের এমন অ্যাপের পরিসংখ্যান ২৭.১ শতাংশ। এটা ঠিক যে বিভিন্ন অ্যাপ ব্যবহার করার সময় বেশ কিছু তথ্য না দিলেই নয়। তবে দরকারের বাইরেও আর কোন কোন তথ্য সেই অ্যাপ হাতিয়ে নিচ্ছে, সেদিকেও নজর রাখা জরুরি। নয়তো নিজের অজান্তেই বড়সড় বিপদের হতে পারে।