আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন চিকিৎসকরা
বেতনভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী পোস্ট-গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করার আল্টিমেটামও দেন তারা।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারীদের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।
তিনি জানান, আন্দোলন চলাকালীন সময়েই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আজ তারা বসেছিলেন। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।তাই আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিচ্ছেন এবং আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছেন। তবে বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি অব্যহত থাকবে।
সংহতি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এই আন্দোলন শতভাগ যৌক্তিক। এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে। তিনি নবম গ্রেড সমমান সুযোগ-সুবিধা দেয়ার দাবিও জানিয়েছেন।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল ৫ টার মধ্যে যদি ঘোষণা না আসে, তাহলে চিকিৎসকদের সঙ্গে তারাও রাজপথে নামবেন।
আই/এ