রাসিক নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের বরাদ্দ দেয়া হয়েছে। আজ শুক্রবার (২ জুন) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জজামান লিটন নৌকা প্রতীকে, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীকে, ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলন হাতপাখা এবং জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ারের প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাপফুল প্রতীকে।
মেয়র প্রার্থীরা জানান, প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারণা শুরু করবেন। নির্বাচিত হলে রাজশাহীর উন্নয়নে কাজ করবেন।
এর আগে ৪৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এছাড়া দুপুর ১২টা থেকে ১১২ জন সাধারণ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়েছে।
এরপর দুপুর ২ টা থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারনা। প্রচারণা কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য ১০ জন ম্যাজিস্ট্রেট তদারকি করবেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। এবারের নির্বাচনে ১৫৫ টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৫১ হাজার ৯৪৫ জন। নির্বাচনকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।