আর্কাইভ থেকে ফুটবল

মেসির ক্লাব ছাড়ার ইস্যুতে ভিন্ন কথা বলছেন পিএসজি মুখপাত্র

বার্সেলোনা থেকে পিএসজিতে খেলতে আসা লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে এ মাসেই। আর্জেন্টাইন অধিনায়ক ফরাসি ক্লাবটির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না এমন তথ্য নিশ্চিত করেছিলেন দলটির কোচ ক্রিস্টোফার গালটিয়ের।

বৃহস্পতিবার (১ জুন) মেসির পিএসজি ছাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন গালতিয়ের। গালতিয়ের জানিয়েছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর মতো সৌভাগ্য হয়েছে আমার। এটাই (ক্লেরমঁর বিপক্ষে) পার্ক দে প্রিন্সেসে তার শেষ ম্যাচ।’ এমনকি পিএসজিতে মেসি তার শেষ ম্যাচে উষ্ণ অভিনন্দন পাবেন বলেও আশা প্রকাশ করেছিলেন গালতিয়ের, ‘আমি আশা করছি যে সে উষ্ণতম অভিনন্দনই পাবে।’

মেসিকে নিয়ে গালতিয়েরের সেই ঘোষণার কয়েক ঘণ্টা পর স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফইর সঙ্গে কথা বলেছেন পিএসজির এক মুখপাত্র। সেখানে তিনি ভিন্ন সুরে কথা বলেছেন,“গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। ক্লেরমন্তের বিপক্ষে আগামীকাল মৌসুমের শেষ ম্যাচ খেলবে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজি। অন্য খেলোয়াড়দের মতো মেসির জন্যও এটা মৌসুমের শেষ ম্যাচ।”

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, পিএসজি জানে মেসি আর চুক্তির মেয়াদ বাড়াতে চাচ্ছেন না। কিন্তু প্যারিসের ক্লাবটি নাকি এখনো আশা ছাড়েনি। মেসির বর্তমান চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। পিএসজি নাকি এই আশায় বসে আছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন